মাইক্রোসফট অফিস এক্সেলে হাইপার লিংক তৈরি করবেন যেভাবে:
১। যে লেখাটিকে লিংক তৈরি করতে চান প্রথমে সেই লেখাটি সিলেক্ট করুন।
২। Insert মেনু ক্লিক করে Link/Hyperlink অপশনে ক্লিক করুন
অথবা কিবোর্ড থেকে Ctrl+K ক্লিক করুন।
অথবা মাউসের ডান বাটন ক্লিক করে Hyperlink ক্লিক করুন।
৩। একটি ডায়ালগবক্স আসবে তারমধ্যে Link to: এর নিচ থেকে প্রয়োজনীয় অপশন সিলেক্ট করতে হবে।
৪। Look in: এ অপশন থেকে প্রয়োজনীয় ফাইল সিলেক্ট করতে হবে অথবা Address: অপশনে প্রয়োজনীয় ওয়েবসাইটের এড্রেস টাইপ করতে হবে।
৫। শেষে Ok ক্লিক করলেই হাইপারলিংক তৈরি হয়ে যাবে।
হাইপার লিংক মুছে ফেলবেন যেভাবে:
১। লিংক করা লেখাটির মধ্যে মাউসের ডান বাটন ক্লিক করুন।
২। Remove Hyperlink ক্লিক করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions