ফেদেরিকো ফ্যাগিন (Federico Faggin)
ফেদেরিকো ফ্যাগিন এর জন্ম ১৯৪১ সালের ১লা ডিসেম্বর। তিনি একজন ইতালীয় বংশোদ্ভুত মার্কিন পদার্থবিদ।
ফ্যাগিন মাইক্রোপ্রসেসরে নকশা তৈরির জন্য ব্যাপকভাবে বিখ্যাত। তিনি ইন্টেলের ৪০০৪ প্রসেসর তৈরির প্রজেক্ট MCS-4 এর নেতৃত্ব দেন যেটি ছিল ইন্টেলের মাইক্রোপ্রসেসর এফর্টের প্রথম পাঁচ বছরের কর্মকাণ্ড।
১৯৬৮ সালে ফ্যাগিন ফেয়ারচাইল্ড সেমিকন্ডাক্টর ইনক্ এ কার্যরত অবস্থায় MOS সিলিকন গেইট টেকনোলজির জন্ম দেন যেটির ফলে পরবর্তীতে ডাইনামিক মেমোরি, নন-ভোলাটাইল মেমোরি, সিসিড ইমেজ সেন্সর ও মাইক্রোপ্রসেসর তৈরি করা সম্ভবপর হয়।
প্রযুক্তিক্ষেত্রে ব্যাপক অবদানের জন্য ২০১০ সালে তিনি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ক্ষেত্রের সর্বোচ্চ সম্মান ন্যাশনাল মেডেল অফ টেকনোলজি এন্ড ইনোভেশন পদকে ভূষিত হন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions