ডিএনএ (DNA) :
ডিএনএ - এর পূর্ণাঙ্গ অর্থ হলো ডিঅক্সিরাইবোনিউক্লিক এসিড।
এটি একটি সেলফ রেপ্লিকেটিং বা আত্মপ্রতিরূপ নির্মাণকারী অনু- যা প্রায় সকল জৈব বস্তুর অভ্যন্তরে বিদ্যমান। এটি জীবসমূহের ক্রোমোজম তৈরির মূল উপাদান এবং যেকোন জৈববস্তুর জেনেটিক তথ্য পরিবহনকারী। ডিএনএ অনু আবিষ্কার ও এর ব্যবহার সম্ভব হবার কারণে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নামক বিজ্ঞানের একটি নতুন ও বর্তমানে অতি জনপ্রিয় শাখার বিস্তার ঘটেছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions