ক্র্যাকার (Cracker) :
যারা যে কোন সফটওয়্যারের কপি প্রটেকশন ভেঙে সফটওয়্যারটি যে কারো জন্য ব্যবহার উপযোগী করে তোলে তাদেরকে ক্র্যাকার বলা হয়।
কোন সফটওয়্যার কপি প্রোটেকশনের জন্য যে সিরিয়াল কী চাওয়া হয়, তা কেবলমাত্র বৈধ ক্রেতারা পেয়ে থাকেন। ক্র্যাকাররা ঐ সিরিয়াল নম্বরটি অবৈধভাবে প্রোডিউস করার জন্য কীজেন সফটওয়্যার তৈরি করে, যা ঐ সফটওয়্যারের জন্য অবৈধ কিন্তু কার্যকর সিরিয়াল নম্বর প্রদান করে।
কপি প্রটেকশন আইন কার্যকর রয়েছে এরকম দেশগুলোতে এটি একটি অপরাধমূলক কার্যক্রম হিসেবে বিবেচিত হয়ে থাকে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions