ক্রলার (Crawler) :
ক্রলার হলো একটি প্রোগ্রাম- যা সার্চ ইঞ্জিনকে আপ-টু-ডেট রাখতে নতুন লিঙ্ক, নতুন কনটেন্ট এবং বিভিন্ন আপ-টু-ডেট পরিবর্তনগুলোর জন্য ওয়েবকে সার্চ করে।
ক্রলার কে বট (Bot) বা স্পাইডার (Spider) নামেও ডাকা হয়। সার্চ ইঞ্জিনসমূহের ক্রলারগুলো একটি উপকারি ইনডেক্সিং ফাংশন সম্পাদন করে থাকে।
তবে কিছু কিছু ক্রলার বা বট রয়েছে যেগুলোর অনেক বেশি খারাপ উদ্দেম্য থাকে যেমন- অ্যাড্রেসসমূহ জড়ো করা, যা সাধারণত স্প্যামারদের দ্বারা টার্গেটকৃত হয়ে থাকে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions