ডিফল্ট সেটিং (Default Setting) :
ডিফল্ট সেটিং এর অর্থ হলো স্থায়ীভাবে নির্ধারণ করে রাখা। কম্পিউটারের প্রোগ্রামসমূহে যেমন: পৃষ্ঠায় কতটুকু মার্জিন থাকবে, ট্যাব পজিশন কতদূরে হবে, লাইনগুলোর মাঝখানে কতটুকু ফাঁকা থাকবে, কাগজের সাইজ কী হবে ইত্যাদি বিষয়ে প্রোগ্রামে স্থায়ীভাবে নির্দেশনা দেয়া থাকে।
কাজের সময় আমরা আমাদের প্রয়োজন অনুসারে ডিফল্ট সেটিং পরিবর্তন করে নিতে পারি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions