ডিজিটাল ক্লাসরুম (Digital Classroom) :
ডিজিটাল ক্লাসরুম হলো এমন এক ধরনের প্রযুক্তিনির্ভর শ্রেণিক্ষ, যেখানে শিক্ষাদানের বিষয়টি পুরোপুরি আইসিটি ফিচারসমূহ ব্যবহার করে পরিচালিত হয়ে থাকে। এর অনেকগুলো ভিন্ন ভিন্ন রূপ রয়েছে, যেমন: ফ্লিপড ক্লাসরুম, ব্লেন্ডেড লার্নিং এবং স্মার্ট ক্লাসরুম।
তবে এই টার্মগুলোর প্রতিটির পৃথক কিছু বৈশিষ্ট্য আছে। যেমন: ফ্লিপড ক্লাসরুম হলো এমন একটি লার্নিং সিস্টেম, যেখানে শিক্ষার্থীরা অনলাইনে ইনস্ট্রাকশন গ্রহণ করে এবং তাদের অর্জিত জ্ঞান সরাসরি শ্রেণিকক্ষে এসে প্রয়োগ করে। আবার ব্লেন্ডিং লার্নিং এর ক্ষেত্রে ফেস-টু-ফেস লার্নিং এর পাশাপাশি অনলাইন ইন্সট্রাকশনের সমন্বয় ঘটানো হয়। এই অনলাইন ইন্সট্রাকশন বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অনলাইন প্লাটফরম এবং টুলস্-এর মাধ্যমে প্রদান করা হয়ে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions