Home » » ই-কার্ড কি?

ই-কার্ড কি?

ই-কার্ড (e-Card)

ইলেকট্রিক কার্ডের সংক্ষিপ্ত রূপ হলো ই-কার্ড। ভিউকার্ড বা শুভেচ্ছাকার্ডের ইলেকট্রনিক ভার্সন হলো ই-কার্ড। ছাপানো কার্ডের সাথে এর পার্থক্য হলো এটি যেমন ডিজিটাল মিডিয়ার মাধ্যমে তৈরি করা হয় তেমনি এটিকে কারও কাছে পাঠানো বা বিনিময়ের জন্যও ইলেকট্রনিক মাধ্যম যেমন ই-মেইল বা অন্যান্য স্যোসাল মাধ্যম ব্যবহার করা হয়। 

যেহেতেু কাগজ ব্যবহৃত হয় না তাই ই-কার্ডগুলো অনেক বৈচিত্রপূর্ণ হতে পারে এবং এখানে ছোটাখাটো এনিমেশন, ভিডিও, সাউন্ড প্রভৃতি যুক্ত করা যেতে পারে। 

ই-কার্ডগুলো বিভিন্ন অনলাইন সাইটে পাওয়া যায়। অনলাইন থেকে বিনামূল্যে অসংখ্য চমৎকার ই-কার্ড সংগ্রহ করে তা বিভিন্ন ইভেন্টের জন্য শুভেচ্ছা কার্ড হিসেবে ব্যবহার করা যেতে পারে।


0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*