ইমুলেটর (Emulator)
যে যন্ত্রের সাহায্যে কোন কম্পিউটার অন্য একটি কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম থেকে নির্দেশ গ্রহণ করতে পারে সেটিই হলো ইমুলেটর।
অর্থাৎ কোন হার্ডওয়্যার বা সফটওয়্যার যা একটি কম্পিউটার সিস্টেম (হোস্ট কম্পিউটার) কে অপর কোনো কম্পিউটার সিস্টেম (গেষ্ট কম্পিউটার) এর ন্যায় আচরণ করার সক্ষমতা প্রদান করে।
এটি হার্ডওয়্যার, সফটওয়্যার অথবা উভয়ের সমন্বয়ে হতে পারে। যেমন: কোন টার্মিনাল এমুলেশন প্রোগ্রাম যা একটি টার্মিনালকে মেইনফ্রেম কম্পিউটারের সাথে সংযুক্ত করতে সহায়তা করে।
ইমুলেটরের সাধারণ উদাহরণ হচ্ছে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহৃত কমান্ড লাইন ইন্টারফেস যা ডসের কমান্ডকে উইন্ডোজে রান করার সক্ষমতা প্রদান করে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions