এনক্যাপসুলেশন (Encapsulation)
প্রটোকল ডেটা ইউনিট ডেটার সঙ্গে অতিরিক্ত নিয়ন্ত্রিত সংকেত যুক্ত করাকেই এনক্যাপসুলেশন বলে।
অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর প্রধান ধারণাগুলোর অন্যতম একটি ধারণা হলো এনক্যাপসুলেশন।
কোন বিশেষ অবজেক্টের ডেটা ও তার সমুদয় ফাংশনকে একটি ইউনিট হিসেবে উপস্থাপন করার পদ্ধতিকে এনক্যাপসুলেশন বলে।
কোন বিশেষ অবজেক্ট যাতে অন্য প্রোগ্রাম বা অবজেক্ট দ্বারা কলুষিত হতে না পারে- এজন্য এনক্যাপসুলেশন পদ্ধতি প্রয়োগ করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions