ফ্ল্যাশ ডিস্ক (Flash Disk)
অত্যন্ত হালকা ও সহজে বহনযোগ্য কলমের ক্যাপের মতো দেখতে একটি তথ্য সংরক্ষণ মাধ্যম হলো ফ্ল্যাশ ডিস্ক। এটিকে পেন ডিস্কও বলা হয়।
কম্পিউটারের মাদারবোর্ডের ইউএসবি (ইউনিভার্সেল সিরিয়াল বাস) পোর্টে লাগিয়ে সহজে তথ্য লেখা ও পড়ার নতুন এক সহয়ক স্মৃতি মাধ্যম এটি। ইউএসবি ইন্টারফেস ১.১ ব্যবহার করে এই পেনডিস্ক গুলেঅ পোর্টে জুড়ে দিয়ে খুব দ্রুতই এর মাধ্যমে ডেটা কপি বা রিড করা যাবে।
পেনডিস্কগুলোর ক্যাপাসিটি বর্তমানে অনেক বেশি গিগাবাইট পর্যন্ত পাওয়া যায়। ফুল স্পিডে এই ডিস্কগুলো ১২ মেগাবিটস পার সেকেন্ড এরও বেশি স্পিডে ডেটা ট্রান্সফার করতে পারে।
ইউএসবি পোর্ট থেকেই পাওয়ার গ্রহণ করে বলে এর আলাদা কোন পাওয়ার সাপ্লেইয়েরও প্রয়োজন হয় না। এতে আছে রাইট/ডিলিট প্রোটেকশন সুইচ, শক রেজিষ্ট্যান্স ইত্যাদি সুবিধা। ডুরেবলস স্টোরেজ হিসেবেও এটি প্রায় ১০ বছর পর্যন্ত ডেটা ধরে রাখতে পারে। হট প্লাগ অ্যান্ড প্লে সুবিধার কারণে ইন্সটলে কোন ঝক্কি ঝামেলা নেই। উইন্ডোজ এবং ম্যাক বা লিনাক্স যেকোন অপারেটিং সিস্টেমই এটিকে সাপোর্ট করে। ফলে যেকোন প্লার্টফর্মেই এটি ব্যবহার করা যাবে যদি ইউএসবি পোর্ট থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions