Home » » ফ্লো চার্ট কি?

ফ্লো চার্ট কি?

 ফ্লো চার্ট (Flow Chart)

ফ্লো চার্ট হলো একটি প্রবাহ চিত্র। কম্পিউটার প্রোগ্রাম রচনার পরিকল্পিত ধারাবাহিক নকশা।

একটি আদর্শ প্রবাহচিত্র প্রোগ্রাম রচনার ধারাবাহিক পরিকল্পনা পরিস্কারভাবে তুলে ধরে, প্রোগ্রামের পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। ডেটা নির্বাহের পথ নির্দেশ করে, প্রোগ্রামের ত্রুটিসমূহ নির্ণয় করে এবং জটিল প্রোগ্রামকে সহজভাবে রচনা করতে সহায়তা করে।

প্রোগ্রাম রচনা ও উন্নয়ন ক্ষেত্রে প্রবাহ চিত্রের ভূমিকা অপরিসীম। এ চিত্রে কতগুলো জ্যামিতিক ছবি বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। চিহ্নগুলো এএনএসআই কর্তৃক উদ্ভাবিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *