ফ্লো চার্ট (Flow Chart)
ফ্লো চার্ট হলো একটি প্রবাহ চিত্র। কম্পিউটার প্রোগ্রাম রচনার পরিকল্পিত ধারাবাহিক নকশা।
একটি আদর্শ প্রবাহচিত্র প্রোগ্রাম রচনার ধারাবাহিক পরিকল্পনা পরিস্কারভাবে তুলে ধরে, প্রোগ্রামের পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে। ডেটা নির্বাহের পথ নির্দেশ করে, প্রোগ্রামের ত্রুটিসমূহ নির্ণয় করে এবং জটিল প্রোগ্রামকে সহজভাবে রচনা করতে সহায়তা করে।
প্রোগ্রাম রচনা ও উন্নয়ন ক্ষেত্রে প্রবাহ চিত্রের ভূমিকা অপরিসীম। এ চিত্রে কতগুলো জ্যামিতিক ছবি বা সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। চিহ্নগুলো এএনএসআই কর্তৃক উদ্ভাবিত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions