Home » » গিম্প কি?

গিম্প কি?

 গিম্প (GIMP)

উবুন্টু লিনাক্স ও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে ব্যবহার উপযোগী একটি ইমেজ এডিটিং সফটওয়্যার। এই সফটও্যারটির মাধ্যমে ফটোশপের মতো কাজ করা যায়। তবে একটি ফটোশপের মতো অতটা শক্তিশালী সফটওয়্যার নয়।

গিম্প আসলে ফ্রি ও ওপেন সোর্স ইমেজ এডিটর। এটি জিএনইউ ইমেজ ম্যানিপুলেশন প্রোগ্রামের (জিআইএমপি) অফিশিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।

গিম্প সফটওয়্যারটি জিএনইউ / লিনাক্স, ওএস এক্স, উইন্ডোজ এবং আরও অন্যান্য অপারেটিং সিস্টেম/ প্ল্যাটফর্ম এ ব্যবহার করা যাবে। 

এ এডিটরটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করার পাশাপাশি এর সোর্স কোড পরিবর্তন করে নিজের মতো ব্যবহার করা যাবে। 

আপনি যদি হন গ্রাফিক ডিজাইনার, ফটোগ্রাফার, চিত্রকর, বা বিজ্ঞানী বা অন্য যে কোন পেশার, গিম্প আপনাকে আপনার কাজটি সম্পন্ন করার জন্য এর বিভিন্ন পরিশীলিত সরঞ্জাম বা টুল দিয়েই সেটি করতে পারবেন। এছাড়া বিভিন্ন ধরনের কাস্টমাইজেশন এবং থার্ড পার্টি প্লাগইন জিম্পের সাহায্যে ব্যবহার করে আপনার সৃজনশীলতা আরও বাড়িয়ে তুলতে পারেন। 

নিচের অফিসিয়াল লিংক থেকে  গিম্প সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন:

https://www.gimp.org/

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *