হাব কি
হাব (Hub) এক প্রকার নেটওয়ার্ক ডিভাইস। দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে।
স্টার টপোলজিতে হাব একটি কেন্দ্রীয় কানেকটিভ ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়। হাবের মাধ্যমে কম্পিউটারসমূহ পরস্পরের সাথে যুক্ত থাকে। হাব কম্পিউটারে সঞ্চালিত সংকেতকে পরিবর্তিত ও সংকেতের তীব্রতা বৃদ্ধি করে। নেটওয়ার্কে ওয়ার্কস্টেশনের সংখ্যা বৃদ্ধি করে একটি নেটওয়ার্ক সিস্টেমে তৈরি করে। কম্পিউটারের সংযোগ সংখ্যার উপর হাবের ক্ষমতা নির্ভর করে।
কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত ২ প্রকার। যথা:
১। সক্রিয় হাব
২। নিষ্ক্রিয় হাব
সক্রিয় হাব (Active Hub): সক্রিয় হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। এই জাতীয় অধিক ক্ষমতাযুক্ত হাবকে অনেক সময় ইন্টেলিজেন্ট হাব বলা হয়।
নিষ্ক্রিয় হাব (Passive Hub): নিষ্ক্রিয় হাব কম্পিউটারসমূহের মধ্যে কেবলমাত্র তথ্য আদানপ্রদান করে। এটি সংকেতের মান বৃদ্ধি করে না। এ কারণে এসকল হাবকে এ্যাকটিভ ডিভাইসের সাথে যুক্ত করে দেয়া হয়।
হাবের সুবিধা
১। হাবের দাম কম।
২। হাব বিভিন্ন মিডিয়াকে সংযুক্ত করতে পারে।
হাবের অসুবিধা
১। নেটওয়ার্ক ট্রাফিক বৃদ্ধি পায়।
২। ডেটার সংঘর্ষ বা কলিশন সম্ভাবনা থাকে।
৩। ডেটার পরিশ্রুতকরণ বা ফিল্টারিং সম্ভব হয় না।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions