যে নেটওয়ার্ক সেকেন্ডে কমপক্ষে ২০০ কিলোবাইট তথ্য স্থানান্তর করতে পারে সেটিই হলো ৩জি। ১৯৯৮ সালে সর্বপ্রথম জাপানে ৩জি নেটওয়ার্ক চালু হয়। বাংলাদেশে ৩জি নেটওয়ার্ক চালু হয় ১২ অক্টোবর, ২০১২ তারিখ থেকে। ৪জি এর গতি ৩জি এর তুলনায় প্রায় ৫০ গুণ বেশি।
প্রশ্ন ও উত্তর:
১। ইন্টারন্যাশনাল রোমিং শব্দটি কিসের সাথে সম্পৃক্ত?
উত্তর: মোবাইল
২। মোবাইল কমিউনিকেশনে ৪জি এর ক্ষেত্রে ৩জি এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট কি?
উত্তর: ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা
৩। বিশ্বের কোন দেশে প্রথম ৩জি প্রযুক্তি চালু হয়?
উত্তর: জাপান
৪। টেলিটক ৩জি ইন্টারনেট মডেমের নাম কি?
উত্তর: ফ্ল্যাশ
৫। মোবাইল ফোনে প্রথম স্যাটেলাইট টিভি চালু করে কোন দেশ?
উত্তর: দক্ষিণ কোরিয়া
৬। প্রথম প্রজন্মের কম্পিউটারে কি ধরনের ভাল্ব ব্যবহৃত হয়েছিল?
উত্তর: বায়ুশূন্য ভাল্ব
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions