কম্পিউটার নেটওয়ার্ক এক প্রকার যোগাযোগ ব্যবস্থা যেখানে বিভিন্ন কম্পিউটার যুক্ত থাকে। ভৌগলিক অবস্থান বিবেচনা করে কম্পিউটার নেটওয়ার্ককে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১। লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network = LAN) :
স্বল্প দুরত্বের নেটওয়ার্কিং (সাধারণত ১০ কি.মি বা তার কম) এর জন্য LAN ব্যবহৃত হয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, বড় অফিস বা বিল্ডিং এর বিভিন্ন ব্যবহারকারীর জন্য লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করা হয়।
২। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক (Metropolitan Area Network = MAN) :
একটি শহরের বিভিন্ন স্থানে অবস্থিত বিভিন্ন কম্পিউটারের সমন্বয়ে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে MAN বলে।
৩। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক (Wide Area Network = WAN) :
একটি দেশের বিভিন্ন শহরের বিভিন্ন কম্পিউটারের সমন্বয়ে যে নেটওয়ার্ক গড়ে ওঠে তাকে WAN বলে। এই নেটওয়ার্ক এর মাধ্যমে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে / বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য এবং সংবাদ পাঠানো হয়।
কম্পিউটারের তারবিহীন প্রযুক্তি
কম্পিউটারের তারবিহীন প্রযুক্তির মধ্যে রয়েছে ১. মাইক্রোওয়েব, ২. রেডিও ফ্রিকোয়েন্সি, ৩. ওয়াইফাই, ৪. ব্লুটুথ, ৫, ওয়াইম্যাক্স ইত্যাদি।
ওয়াইম্যাক্স (WiMAX) :
WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access. এটি উচ্চগতির ওয়ারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি। তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য সবচেয়ে বেশি উপযোগী ওয়াইম্যাক্স।
ওয়াইফাই (WiFi) :
ওয়াইফাই এর পূর্ণরূপ হলো Wireless Fidelity, এটি একটি তারবিহীন প্রযুক্তি যা রেডিও ওয়েভ (Radio Wave) ব্যবহার করে ডেটা আদান প্রদান করে। রাউটারের মাধ্যমে এ ধরনের ইন্টারনেট সরবরাহ করা হয়।
ব্লু-টুথ (Blue Tooth) :
স্বল্প দুরত্বে ডেটা আদান-প্রদানের জন্য এই তারবিহীন প্রযুক্তি ব্যবহৃত হয়। এই প্রযুক্তিতে কম ক্ষমতা সম্পন্ন বেতার তরঙ্গ (Radio Wave) ব্যবহৃত হয়।
প্রশ্ন ও উত্তর:
১। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে কি তৈরি করা যায়?
উত্তর: নেটওয়ার্ক
২। কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে কোন মাধ্যমটি সর্বাপেক্ষা দ্রুত তথ্য পরিবহনে সক্ষম?
উত্তর: ফাইবার অপটিক ক্যাবল
৩। অপটিক্যাল ফাইবার কি?
উত্তর: খুব সরু ও নমনীয় কাচতন্তুর আলোকনল
৪। অপটিক্যাল ফাইবারে তথ্য আদান প্রদানের মাধ্যম কি?
উত্তর: আলো
৫। অপটিক্যাল ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে?
উত্তর: আভ্যন্তরীণ প্রতিফলন
৬। স্বল্প দুরত্বে নেটওয়ার্কিং এর জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: LAN
৭। LAN এর পূর্ণ রূপ কি?
উত্তর: Local Area Network
৮। একটি বিল্ডিংয়ের কম্পিউটারসমূহের মধ্যে নেটওয়ার্ক স্থাপন করা হলে তাকে কি ধরনের নেটওয়ার্ক বলা হয়?
উত্তর: লোকাল এরিয়া নেটওয়ার্ক
৯। LAN কার্ডের অপর নাম কি?
উত্তর: Network Interface Card
১০। WiMAX কি?
উত্তর: ওয়ারলেস ব্রডব্যান্ড প্রযুক্তি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions