Home » » কম্পিউটারের অঙ্গসংগঠন

কম্পিউটারের অঙ্গসংগঠন

কম্পিউটারের অঙ্গসংগঠন

হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেম তৈরি। অর্থাৎ কম্পিউটার সিস্টেমের প্রধান উপাদান দুইটি। যথা: হার্ডওয়্যার ও সফটওয়্যার।

হার্ডওয়্যার (Hardware) :

হার্ডওয়্যার শব্দটির আভিধানিক অর্থ যন্ত্রপাতি। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত সকল যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। যেমন: কী-বোর্ড, মাউস, স্ক্যানার, মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, মনিটর, ডিস্ক প্রভৃতি হলো হার্ডওয়্যার।

- হার্ডওয়্যার হলো কম্পিউটার সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।

- হার্ডওয়্যারকে কার্যক্ষম ও ব্যবহার উপযোগী করার জন্য প্রয়োজন উপযুক্ত সফটওয়্যার।


কম্পিউটার হার্ডওয়্যারকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায়। যথা-

১) ইনপুট অংশ

২) সিস্টেম ইউনিট

৩) আউটপুট অংশ


সফটওয়্যার (Software) :

সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে কার্যক্ষম ও ব্যবহার উপযোগী করে তোলে এবং বিভিন্ন সমস্যার সমাধান করে। অন্যভাবে বলা যায় কম্পিউটার সফটওয়্যার হলো এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল।

 - সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার কোন কাজ করতে পারে না।

- সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ।

- সফটওয়্যার হলো কম্পিউটারের অদৃশ্য শক্তি।

 

সফটওয়্যারকে মূলত দুইভাগে ভাগ করা যায়। যথা:

১) সিস্টেম সফটওয়্যার: 

সিস্টেম সফটওয়্যার হলো কতকগুলো প্রোগ্রামের সমষ্টি যা কম্পিউটারের সকল হার্ডওয়্যার ও সফটওয়্যার নিয়ন্ত্র, তত্ত্বাবধান এবং কার্যকর করে। এই সফটওয়্যার ছাড়া কম্পিউটার নিয়ন্ত্রণ করা যায় না। যেমন: Microsoft Windows, MS-DOS, PC DOS, Windows NT, Windows Mobile, Linux.


২) অ্যাপ্লিকেশন / ব্যবহারিক সফটওয়্যার: 

অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে রয়েছে  MS Word, MS Excel, MS Access, MS PowerPoint, Word Perfect, Word Star, QBASIC, Pascal, Oracle, C++ etc.

ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার : লেখালেখির জন্য তৈরি প্যাকেজ প্রোগ্রাম হলো ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। যেমন: MS Word, Word Perfect, Word Start etc.

- এম এস ওয়ার্ড হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।

 

কম্পিউটার পেরিফেরাল

যে সকল হার্ডওয়্যার কম্পিউটারের সাথে যুক্ত থেকে কম্পিউটারের কার্যপরিধি ও কার্যক্ষমতা বৃদ্ধি করে তাকে কম্পিউটার পেরিফেরাল বলা হয়। ইনপুট যন্ত্রপাতি, স্টোরেজ ডিভাইস বা যন্ত্রপাতি এবং আউটপুট যন্ত্রপাতি কম্পিউটার পেরিফেরাল নামে পরিচিত।

 

কম্পিউটার সিস্টেমের কাজ:

কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ চারটি। যথা:

১) ইনপুট (Input)

২) প্রক্রিয়াকরণ (Processing)

৩) আউটপুট (Output)

৪) স্টোরেজ (Storage)


Input, Processing, Output এবং Storage সংক্ষেপে IPOS Cycle নামেও পরিচিত।

 

প্রশ্ন ও উত্তর:

১। How many parts are there in a computer system?

উত্তর: 2


২। কম্পিউটার পদ্ধতির দুটি প্রধান অঙ্গ কি? 

উত্তর: হার্ডওয়্যার ও সফটওয়্যার


৩। কম্পিউটার হার্ডওয়্যার বলতে কি বুঝায়?

উত্তর: কম্পিউটার ও সংশ্লিষ্ট যান্ত্রিক সরঞ্জাম


৪। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?

উত্তর: হার্ডওয়্যার


৫। Mechanical devices in the computer are called - ?

উত্তর: Hardware


৬। Physical components of a computer are called - ?

উত্তর: Hardware


৭। কম্পিউটার হার্ডওয়্যারের মধ্যে থাকে কি?

উত্তর: ৩ টি অংশ


৮। Which one of the following is the most important part of a computer system?

উত্তর: Hardware


৯। Which of the following is not a peripheral device?

উত্তর: Motherboard


১০। Of the following, which one is a hardware?

উত্তর: System Unit


১১। কম্পিউটার সফটওয়্যার বলতে কি বুঝায়?

উত্তর: এর প্রোগ্রাম বা কর্ম পরিকল্পনার কৌশল


১২। কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশনাবলিকে কি বলা হয়?

উত্তর: সফটওয়্যার


১৩। সফটওয়্যার কি?

উত্তর: কম্পিউটার অপারেশনের জন্য প্রোগ্রাম


১৪। কোনটি বাংলা লেখার জন্য সফটওয়্যার?

উত্তর: বিজয়


১৫। কোনটি সিস্টেম সফটওয়্যার?

উত্তর: উইন্ডোজ


১৬। কম্পিউটারের অদৃশ্য শক্তি কোনটি?

উত্তর: সফটওয়্যার


১৭। কম্পিউটারের প্রাণ শক্তি কোনটি?

উত্তর: সফটওয়্যার


১৮। কোনটি ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম?

উত্তর: MS Word


১৯। Which packages are used for word Processing?

উত্তর: WP, Word Star, MS Word


২০। Writing, editing, storing, and printing a document using computer software are known as-

উত্তর: Word Processing


২১। Which program is used to type written document?

উত্তর: Word Processor


২২। লেখালেখির কাজের জন্য উল্লেখযোগ্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোনটি?

উত্তর: এমএস ওয়ার্ড


২৩। What are the four basic functions of a computer system?

উত্তর: Input, Processing, Output and Storage


২৪। IPOS cycle includes Input, Processing, Output and - ?

উত্তর: Storage


২৫। Data Processing Cycle comprises - ?

উত্তর: Input, Processing and Output

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*