ইনপুট ইউনিট (INPUT UNIT)
কম্পিউটারের যে সব যন্ত্রাংশের মাধ্যমে বিভিন্ন প্রোগ্রাম ও উপাত্ত সরবরাহ করা হয়, তাকে ইনপুট ইউনিট যন্ত্রপাতি বলে বহুল ব্যবহৃত ইনপুট যন্ত্রপাতির মধ্যে রয়েছে-
১। মাউস (Mouse)
২। কীবোর্ড (Keyboard)
৩। স্ক্যানার (Scanner)
৪। জয়স্টিক (Joy Stick)
৫। ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
৬। লাইট পেন (Light Pen)
৭। মাইক্রোফোন (Microphone)
৮। OMR
৯। OCR
১০। MICR
১১। ডিজিটাইজার ইত্যাদি।
প্রশ্ন ও উত্তর:
১। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার একটি কোন ধরনের যন্ত্র?
উত্তর: ইনপুট

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions