MICR একটি ইনপুট ডিভাইস। MICR = Magnetic Ink Character Recognition/Reader, সাধারণত বড় অংকের অর্থ লেনদেনের ক্ষেত্রে, ব্যাংক চেকের নম্বর পড়া ও লেখার কাজে এই ধরনের ডিভাইস ব্যবহার করা হয়।
-সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আন্তঃ ব্যাক লেনদেনের ক্ষেত্রে MICR েচকের প্রচলন বাধ্যতামূলক করেছে।
-এর একটি অসুবিধা হচ্ছে, এর দ্বারা কোন অক্ষর বা বর্ণ লেখা যায় না।
প্রশ্ন ও উত্তর:
১। MICRকি?
উত্তর: Magnetic Ink Character Reader
২। বর্তমানে বাংলাদেশে কোনটিতে MICR Technology -?
উত্তর: ব্যাংকের চেক বইতে
৩। The type of scanner used in Banking industry is - ?
উত্তর: MICR
৪। MICR stands for - ?
উত্তর: Magnetic Ink Character Reader.

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions