কম্পিউটার কিবোর্ড (Computer Keyboard)
কীবোর্ড হলো বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইসগুলোর মধ্যে অন্যতম। একটি প্রামাণিক কীবোর্ড সংখ্যাসূচক (Numeric Key) ১৭টি কী থাকে। সাধারণ কীবোর্ড বিন্যাসকে বলা হয় QWERTY বিন্যাস। ২০০৩ সালে ড. মেহেদি হাসান অভ্র কীবোর্ড তৈরি করেন।
Keyboard Shortcut
Ctrl+S : Save
Ctrl+A : Select All
Ctrl+C : Copy
Ctrl+V : Paste
Ctrl+P : Print
Ctrl+B : Bold
Ctrl+I : Italic
Ctrl+L : Left
Ctrl+R : Right
Ctrl+E : Center
Ctrl+F : Find
Ctrl+Home : Start of Document
Ctrl+End : End of Document
F1 : Help menu
F2 : Rename or Edit cell
F5 : Refresh button
F7 : Word Checking button
F12 : Save Button
প্রশ্ন ও উত্তর:
১। বিজয় কিবোর্ডে লেআউটে বাংলা লেখার সময় ‘দ’ বর্ণটি লেখার সময় কিবোর্ড এর কোন ইংরেজি বর্ণটি চাপতে হয়?
উত্তর: L
২। কিবোর্ড ব্যবহার করে এম এস ওয়ার্ডের কোন ফাইল সেভ করতে হলে নিচের কোন কমান্ড ব্যবহৃত হয়?
উত্তর: Ctrl+S
৩। এম এস ওয়ার্ডে কোন কিছু কপি করতে হলে কোন কমান্ড বাটন ব্যবহার করতে হয়?
উত্তর: Ctrl+C
৪। How many keys are available in the numerical keypad of a standard keyboard?
উত্তর: 17 টি
৫। The common keyboard arrangement is called the - layout?
উত্তর: QWERTY
৬। In a computer, which of the following keys you can use to get help in most of the programs?
উত্তর: F1
৭। Which of the following is the button in computer key board?
উত্তর: F12
৮। অভ্র কিবোর্ড তৈরি করেন কে?
উত্তর: মেহেদী হাসান
৯। In windows operating system, what is the shortcut key for printing a word document?
উত্তর: Ctrl+P
১০। Which of the following shortcut keys do you use to find a specific word in a document?
উত্তর: Ctrl+F
১১। In MS PowerPoint, which one of the following function keys in used to start a slideshow?
উত্তর: F5
১২। মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+Home কী বোর্ড কমান্ড দিলে কার্সর কোথায় যাবে?
উত্তর: ডকুমেন্টের শুরুতে

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions