পৃথিবীতে সকাল, দুপুর, বিকেল ও সন্ধ্যা হয় কিভাবে?
পৃথিবী একটু একটু করে পাক খায় আর তার গায়ে আছড়ে পড়া সূর্যের আলোর মাত্রাও একটু একটু করে পরিবর্তিত হতে থাকে। যেমন প্রথমে দিনের শুরুতে পূর্ব আকাশে দেখা দেয় রক্তিম আভা। যাকে আমরা বলি ভোর।
তারপর পৃথিবী একটু পাক খায় আর সূর্যের আলোও সরে যায়। যা আমরা অনুভব করি আলোর ক্রমশ কমে যাওয়া দেখে। এক সময় সূর্য থাকে ঠিক মাথার ওপর। তখন তাকে আমরা বলি দুপুর। এই সময় সূর্যের আলো তীব্র হয়ে যায়।
এরপর পৃথিবী পাক খেতে খেতে আরও সরে যায় ফলে ক্রমশ সূর্যের আলো আরও কমতে থাকে একসময় সূর্যের আলো নরম আর কোমল হয়ে যায়। এই সময়টিকে বলা হয় বিকেল।
তারপর আবার একসময় পাক খেতে খেতে পৃথিবীর আলোকিত অংশটি সূর্যের বিপরীতে চলে যেতে থাকে, তখন আর সেই অংশে সূর্যের আলো আসতে পারে না। তখন আস্তে আস্তে পৃথিবীতে নেমে আসতে থাকে অন্ধকার। এই সময়টাকে বলা হয় সন্ধ্যা।
পৃথিবীর আলোকিত অংশটি যখন পাক খেতে খেতে একেবারে সূর্যের বিপরীত দিকে চলে যায়- তখন সেটা হয় রাত। তখন কিন্তু পৃথিবীর অপর পাশটি অর্থাৎ যেখানে রাত ছিল সেটা হয়ে যায় দিন। এভাবেই চলতে থাকে পৃথিবীর আবর্তন- আর চলতে থাকে দিন রাত্রির চিরন্তন প্রবাহ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions