Home » » পৃথিবীতে দিন ও রাত হয় কেন?

পৃথিবীতে দিন ও রাত হয় কেন?

 পৃথিবীতে দিন ও রাত্রির রহস্য

পৃথিবীর নিজস্ব কোন আলো নেই। সূর্যের আলো পৃথিবীতে আসে বলেই পৃথিবী আলোকিত। 

পৃথিবী নিজের কল্পিত মেরুদন্ডের চারিদিকে লাট্টুর মতো ঘুরছে। এইরকম ঘুরতে ঘুরতেই সে সূর্যকে প্রদক্ষিণ করছে। ফলে যখনই পৃথিবীর যে অংশ সূর্যের মুখোমুখি হচ্ছে- সেই অংশে এসে পড়ছে সূর্যের আলো। ফলে পৃথিবীর একটি পাশ আলোকিত হচ্ছে। পৃথিবীর এই অংশের এই সময়কে বলা হয় দিন। আর অন্যপাশটা যাথরীতি অন্ধকার থাকে - তাই সেই অংশকে বলা হয় রাত।


নিজের কক্ষপথে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর অন্যপাশটা সূর্যের মুখোমুখি হয় তখন এপাশটা চলে যায় অন্ধকারে। তখন আগে যে অংশে দিন ছিল সেটা হয়ে যায় রাত আর যে অংশে রাত ছিল সেটা হয়ে যায় দিন।

 

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*