মাইক্রোপ্রসেসর (Microprocessor)
ইন্টিগ্রেটেড সার্কিট প্রযুক্তি উত্তরোত্তর উন্নতির সঙ্গে সঙ্গে কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ বা প্রসেসরের সকল উপাদানকে একটি মাত্রা সিলিকন চিপের মধ্যে একীভূত করা সম্ভব হয়। এই টিপকে মাইক্রোপ্রসেসর বলা হয়।
যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশন ড. টেড হফ (Dr. Ted Hoff) এর তত্ত্বাবধানে ১৯৭১ সালে প্রথম মাইক্রোপ্রসেসর তৈরি করে যা নাম ইন্টেল-৪০০৪, এটিই ছিল বাণিজ্যিকভাবে প্রাপ্ত বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর। প্রথম মাইক্রোপ্রসেসরটি কিন্তু কখনও কম্পিউটারে ব্যবহৃত হয়নি, এটির ব্যবহার ছিল ডেস্কটপ ক্যালকুলেটরের মধ্যেই সীমাবদ্ধ। ইন্টেল-৪০০৪ ছিল মাত্র ৪ বিটের প্রসেসর।
মাইক্রোপ্রসেসরের প্রধান কাজ :
১। কম্পিউটার মেমোরীতে সঞ্চিত প্রোগ্রাম নির্বাহ করা।
২। গাণিতিক যুক্তির কাজ করা।
৩। মেমোরী, গাণিতিক যুক্তি অংশের তথ্য প্রক্রিয়াকরণের কাজ এবং অন্যান্য অংশের সাথে তথ্য বিনিময়ের কাজ নিয়ন্ত্রণ করে।
৪। ইনপুট এবং আউটপুট অংশগুলোর সাথে কাজের সমন্বয় সাধন করা।
প্রশ্ন ও উত্তর:
কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়?
উত্তর: ১৯৭১ সালে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions