Home » » অপারেটিং সিস্টেম

অপারেটিং সিস্টেম

 অপারেটিং সিস্টেম (Operating System)

অপারেটিং সিস্টেম সংক্ষেপে ওএস হলো কতকগুলো প্রোগ্রামের সমষ্টি বা কম্পিউটার পরিচালনাসহ কম্পিউটারের অভ্যন্তরীন কার্যাদি নিয়ন্ত্রণ করে। অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চালু করা যায় না।


বহুল ব্যবহৃত কয়েকটি অপারেটিং সিস্টেম হচ্ছে:

1. Windows Operating System (98/XP/Vista/7/8/10)

2. MS DOS, PS DOS

3. Windows NT

4. Windows Mobile 

5. Linux (Ubuntu)

6. UNIX

7. Windows Server 2008

8. Mac OS

9. XENIX etc. 


এমএস ডস এবং পিসি ডস হলো সর্বাধিক জনপ্রিয় অপারেটিং সিস্টেম। 

মাইক্রোসফট কর্পোরেশন তৈরি করে এমএস ডস এবং আইবিএম কোম্পানী তৈরি করে পিসি ডস।


প্রশ্ন ও উত্তর: 

১। ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?

উত্তর:  আইবিএম


২। সফটওয়্যারে অপারেটিং সিস্টেমকে কি বলা হয়?

উত্তর: সিস্টেম সফটওয়্যার


৩। কি ছাড়া কম্পিউটার চলতে পারে না?

উত্তর:  অপারেটিং সিস্টেম

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*