Home » » কম্পিউটার সংখ্যা পদ্ধতি

কম্পিউটার সংখ্যা পদ্ধতি

কম্পিউটার সংখ্যা পদ্ধতি বা নম্বর ব্যবস্থা

 কোন পরিমাণ নির্দেশ করতে চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয়, তাকে অংক বলে। এক বা একাধিক অংক মিলে গঠিত হয় সংখ্যা। যেমন: ২৫ একটি দুই অংক বিশিষ্ট সংখ্যা। এখানে ২ ও ৫ দুটি অংক। আর যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে।


সংখ্যা পদ্ধতি চার প্রকার। যথা: 

১। দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal System):

দশমিক সংখ্যা পদ্ধতিতে 0,2,3,4,5,6,7,8,9=১০টি  অংক বা সংখ্যা ব্যবহৃত হয়। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ ১০। 


২। বাইনারী সংখ্যা পদ্ধতি (Binary System):

কম্পিউটার ডেটা সংরক্ষনের জন্য বাইনারী পদ্ধতি ব্যবহার করে। Bi অর্থ দুই। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি মৌলিক অংক ব্যবহার করা হয় তাকে বাইনারী পদ্ধতি বলে। এক্ষেত্রে, 0 কে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 কে বিদ্যুতের উপস্থিতি হিসেবে গণ্য করা হয়। বাইনারী সখ্যা পদ্ধতির বেজ ২। 


৩। অকটাল সংখ্যা পদ্ধতি (Octal System) :

এই সংখ্যা পদ্ধতিতে 0,1,2,3,4,5,6,7 এই ৮টি অংক বা সংখ্যা নিয়ে যাবতীয় গাণিতিক কাজ সম্পাদন করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ ৮।


৪। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি (Hexadecimal System):

এই সংখ্যা পদ্ধতিতে 0,1,2,3,4,5,6,7,8,9, A,B,C,D,E,F এই ১৬টি মৌলিক প্রতীক বা অংক ব্যবহার করে সকল প্রকার গাণিতিক হিসাব নিকাশ সম্পাদন করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ ১৬।


প্রশ্ন ও উত্তর:

১। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?

উত্তর: বাইনারী


২। কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি কি?

উত্তর: বাইনারী


৩। বাইনারী সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?

উত্তর: দুইটি


৪। কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক কি?

উত্তর: 0 ও 1


৫। কম্পিউটারের বাইনারী পদ্ধতি কোন দুটি সংখ্যার উপর প্রতিষ্ঠিত?

উত্তর: 0 ও 1


৬। কম্পিউটারে তথ্য সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?

উত্তর: বাইনারী


৭। কোনটি গণনা পদ্ধতি নয়?

উত্তর: বিসিডি


৮। হেক্সাডেসিমাল গণনায় মৌলিক অঙ্ক কয়কি?

উত্তর:  ১৬টি

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*