কম্পিউটার সংখ্যা পদ্ধতি বা নম্বর ব্যবস্থা
কোন পরিমাণ নির্দেশ করতে চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয়, তাকে অংক বলে। এক বা একাধিক অংক মিলে গঠিত হয় সংখ্যা। যেমন: ২৫ একটি দুই অংক বিশিষ্ট সংখ্যা। এখানে ২ ও ৫ দুটি অংক। আর যে পদ্ধতির মাধ্যমে সংখ্যা প্রকাশ ও গণনা করা হয় তাকে সংখ্যা পদ্ধতি বলে।
সংখ্যা পদ্ধতি চার প্রকার। যথা:
১। দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal System):
দশমিক সংখ্যা পদ্ধতিতে 0,2,3,4,5,6,7,8,9=১০টি অংক বা সংখ্যা ব্যবহৃত হয়। দশমিক সংখ্যা পদ্ধতির বেজ ১০।
২। বাইনারী সংখ্যা পদ্ধতি (Binary System):
কম্পিউটার ডেটা সংরক্ষনের জন্য বাইনারী পদ্ধতি ব্যবহার করে। Bi অর্থ দুই। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুটি মৌলিক অংক ব্যবহার করা হয় তাকে বাইনারী পদ্ধতি বলে। এক্ষেত্রে, 0 কে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 কে বিদ্যুতের উপস্থিতি হিসেবে গণ্য করা হয়। বাইনারী সখ্যা পদ্ধতির বেজ ২।
৩। অকটাল সংখ্যা পদ্ধতি (Octal System) :
এই সংখ্যা পদ্ধতিতে 0,1,2,3,4,5,6,7 এই ৮টি অংক বা সংখ্যা নিয়ে যাবতীয় গাণিতিক কাজ সম্পাদন করা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ ৮।
৪। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি (Hexadecimal System):
এই সংখ্যা পদ্ধতিতে 0,1,2,3,4,5,6,7,8,9, A,B,C,D,E,F এই ১৬টি মৌলিক প্রতীক বা অংক ব্যবহার করে সকল প্রকার গাণিতিক হিসাব নিকাশ সম্পাদন করা হয়। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ ১৬।
প্রশ্ন ও উত্তর:
১। কম্পিউটারে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি কি নামে পরিচিত?
উত্তর: বাইনারী
২। কম্পিউটারে ডিজিটাল পদ্ধতি কি?
উত্তর: বাইনারী
৩। বাইনারী সংখ্যা পদ্ধতিতে কয়টি অঙ্ক ব্যবহৃত হয়?
উত্তর: দুইটি
৪। কম্পিউটারে ব্যবহৃত দুটি অঙ্ক কি?
উত্তর: 0 ও 1
৫। কম্পিউটারের বাইনারী পদ্ধতি কোন দুটি সংখ্যার উপর প্রতিষ্ঠিত?
উত্তর: 0 ও 1
৬। কম্পিউটারে তথ্য সংরক্ষণে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: বাইনারী
৭। কোনটি গণনা পদ্ধতি নয়?
উত্তর: বিসিডি
৮। হেক্সাডেসিমাল গণনায় মৌলিক অঙ্ক কয়কি?
উত্তর: ১৬টি

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions