কম্পিউটার কিবোর্ড (Computer Keyboard) :
কী শব্দের অর্থ চাবি। সাধারণত টাইপ রাইটারের মতো ইংরেজি অক্ষর এবং বিশেষ কিছু চিহ্ন সারি সারি করে সাজানো থাকে একটি বোর্ডে। কীবোর্ডের ভেতর আছে একটি সার্কিট বোর্ড এবং অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ।
কিবোর্ডের কোনো একটি কী তে চাপ দেয়ার সঙ্গে সঙ্গে এটি একটি বিশেষ নির্দেশ বা কোড তৈরি করে। তারপর কোড রচিত হয় যন্ত্রের ভাষায়। কীবোর্ডের তারের মধ্য দিয়ে বৈদ্যুতিক সংকেত সিস্টেম ইউনিটে প্রসেসিং হার্ডওয়্যারে চলে যায়।
ইংরেজি বর্ণগুলো ছাড়াও কীবোর্ডে থাকে অনেকগুলো বিশেষ ধরনের কী। যেমন: কন্ট্রোল কী, এন্টার কী, অলটার কী, ট্যাব, ব্যাকস্পেস, এসকেপ, ইনসার্ট, হোম, এন্ড প্রভৃতি। কীবোর্ডের ওপরের সারিতে রয়েছে বিভিন্ন ফাংশন কী। বিভিন্ন সফটওয়্যারে ফাংশন কী’র বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে।
কীবোর্ডে চারটি এ্যারো কী আছে। এগুলোর গায়ে তীর চিহ্ন রয়েছে। কার্সরকে নিয়ন্ত্রণের জন্য এই কী ব্যবহৃত হয়। এ্যারো কী’র সাহায্যে ওপরে, নিচে, ডানে, বামে কার্সরকে নেয়া যায় অতি সহজে।
উইন্ডোজের জন্য ব্যবহৃত কীবোর্ডে ১৯৪টি কী বা বাটন থাকে। এতে স্টার্ট মেনু চালু করার জন্য দুদিকে দুটি এবং কনটেক্সট মেনু চালু করার জন্য আছে একটি কী।
বর্তমানে কীবোর্ডের বাংলা অক্ষর চিহ্নিত করা এধরনের কীবোর্ডই বাজারে বেশি পাওয়া যায়। বাংলা অক্ষর চিহ্নিত করার কারণে বাংলা টাইপ করতে ও বুঝতে খুব সহজ হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions