কম্পিউটারের প্রজন্ম কি
বিষ্ময়কর কম্পিউটারের ইতিহাসকে প্রজন্ম দিয়ে ভাগ করলে প্রথম প্রজন্মের মেয়াদ ধরা হয় ১৯৪৪ থেকে ১৯৫৮ খ্রিষ্টাব্দ পর্যন্ত।
সময়ের সাথে সাথে কম্পিউটারের গতি, তথ্য ধারণ ক্ষমতা, হিসাব করার ক্ষমতা ইত্যাদির দ্রুত পরিবর্তন ঘটতে থাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এই পরিবর্তনের ধারা বর্তমানেও বিদ্যমান। পরিবর্তন ও বিকাশের এক একটি পর্যায় বা ধাপকে প্রজনম (Generation) হিসাবে চিহ্নিত করা হয়। প্রতিটি প্রজনেম কম্পিউটারের হার্ডওয়্যার ও সফট্ওয়্যারে ব্যাপক পরিবর্তন সাধিত হয়েছে। কম্পিউটারের প্রজন্মকে পাঁচটি শ্রেণীতে বিভক্ত করা হয়। ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম প্রজন্ম।
প্রথম প্রজন্মের কম্পিউটার কেমন ছিল তা সংক্ষেপে আলোচনা করা হল:
১। ডাটা ঢোকানানোর জন্য ব্যবহৃত হয়েছে পাঞ্চ কার্ড।
২। ডাটা ধারনের জন্য ম্যাগনেটিক টেপ।
৩। ভ্যাকুয়াম টিউব নির্ভর মেমেরি। তাছাড়া কোনো কোনটিতে মেমেরির জন্য ড্রাম ব্যবহৃত হয়েছে।
৪। কম্পিউটারের গতি ছিল খুবই ধীর।
৫। একবারে মাত্র একটি প্রোগ্রাম চালানো যেত।
৬। মার্ক-টু, এনিয়াক, এডসাক, এডভাক ইউনিভাক এগুলো ছিল এ প্রজন্মের কম্পিউটার।
৭। দাম ছিল একেবারে আকাশ ছোয়া। ১৯৫০ খ্রিষ্টাব্দে একটি ইউনিভাক কম্পিউটারের দাম ছিল ৫ লক্ষ মার্কিন ডলার।
৮। প্রতিটি কম্পিউটার ছিল খুব বিশাল আকারের।
৯। রক্ষণাবেক্ষনের সমস্যা ছিল কল্পনাতীত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions