মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি?
কম্পিউটারের বিট পর্যায়ের প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ ও সিস্টেম প্রোগ্রাম রচনা করার ভাষা হলো মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। এ ভাষায় উচ্চস্তরের ভাষার সুবিধা পাওয়া যায় আবার নিম্নস্তরের ভাষার সমকক্ষ প্রোগ্রাম রচনা করা যা। যেমন : সি প্রোগ্রাম, অর্থাৎ সি প্রোগ্রাম একটি মিড লেভেল ভাষা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions