ট্রাক বল (Track Ball)
কম্পিউটারে ব্যবহৃত সাধারণ মাউসকে যদি উল্টো করে ধরি তবে দেখতে পাবো একটি বল রয়েছে পেছন দিকটায়। ট্রাক বল কিন্তু এরকমই। তবে বর্তমানে যেসব আধুনিক অপটিক্যাল মাউস পাওয়া যায় তাতে আর ট্রাক বল ব্যবহার করা হয় না।
যে সমস্ত কম্পিউটার বহন করা হয় সেই সমস্ত কম্পিউটারে ট্রাক বল ব্যবহৃত হয়। মাউসের মতো এটিকে নড়াচড়া করতে করতে হয় না। শুধু আঙুল দিয়ে ট্রাক বলকে নাড়ালেই পয়েন্টার কাজ করে যায় অবিরামভাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions