সিপিইউ কি
সিপিইউ (CPU) এর পূর্ণ রূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট (Central Processing Unit) অর্থাৎ কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ।
কম্পিউটারের বিভিন্ন সার্কিটের সাথে অভ্যন্তরীণ মেমোরী, ইনপুট ও আউটপুট ডিভাইসের যাবতীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে এ ইউনিট। অধিকাংশ কম্পিউটারের সিপিইউ গাণিতিক অপারেশন পরিচালনা করে, নির্দেশনাসমূহের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং সময় সংকেত প্রদান করে।
সিপিইউ সাধারণত একটি কেসিং এর মাধ্যমে সুরক্ষিত থাকে। যার মধ্যে পাওয়ার সাপ্লাই, মাদারবোর্ড, হার্ডডিস্ক, প্রসেসর, কুলিং ফ্যান, সিডি/ডিভিডি ড্রাইভ, বিভিন্ন ধরনের কার্ড ও ডাটা এবং পাওয়ার ক্যাবল থাকে।
সচরাচর সিস্টেম ইউনিট হিসেবে কম্পিউটারের পুরো বাক্সকেই সিপিইউ বলে উল্লেখ করা হয়। সিপিইউকে মাইক্রো প্রসেসরও বলা হয়। পেন্টিয়াম-টু, পেন্টিয়াম-থ্রি, ডুয়েল কোর, কোর টু-ডুয়ো, কোর আই-থ্রি, কোর আই-ফাইভ, কোর আই-সেভেন এভাবে আমরা কম্পিউটারের নাম বলে থাকলেও এটা কিন্তু আসলে মাইক্রো প্রসেসরের এক একটি নাম। বিভিন্ন কোম্পানী বিভিন্ন ধরনের মাইক্রো প্রসেসর চিপ তৈরি করে। তবে ভিন্ন ভিন্ন চিপকে একই ধরনের কাজের জন্য তৈরি করা যায়। পিসিতে দুই ধরনের স্থাপত্যের প্রসেসর ব্যবহৃত হয়। আর সেই অনুযায়ীই কম্পিউটারকে অ্যাপল ও আইবিএম বলা হয়। আইবিএম কম্পাটিবল বা আইবিএম গোত্রের কম্পিউটারকে আইবিএম বলা হয়ে থাকে। এই ধরনের কম্পিউটারকে আইবিএম ক্লোন ও বলা হয়। আইবিএম পিসিতে ৮০৮৬ ধরনের চিপ ব্যবহৃত হয়। আইবিএম পিসিতে ইন্টেল এএমডি ও সাইরাস নামক কোম্পানির চিপ ব্যবহৃত হয়।
বিভিন্ন সময় চিপের উন্নতি সাধিত হয়। ৮০২৮৬, ৮০৩৮৬, ৮০৪৮৬ ইত্যাদি এরকম বিভিন্ন চিপ বাজারে আসে বিভিন্ন নামে। ইন্টেল কোম্পানী পরবর্তী সময়ে তাদের চিপের নাম সংখ্যার বদলে পেন্টিয়াম-টু, পেন্টিয়াম-থ্রি, ডুয়েল কোর, কোর টু-ডুয়ো, কোর আই-থ্রি, কোর আই-ফাইভ, কোর আই-সেভেন ইত্যাদি নামে বাজারে ছাড়ে।
অ্যাপলের তৈরি কম্পিউটারের বাণিজ্যিক নাম ম্যাক (Mac)। এই প্রকারের কম্পিউটারে মটোরলা কম্পিউটারের প্রসেসর ব্যবহৃত হয়। ১৯৭৯ খ্রিস্টাব্দে মটোরো ৬৮০০০ চিপ তৈরি করে এটি ম্যাক কম্পিউটারে ব্যবহার করে। তারপর ধীরে ধীরে আরে অনেক উন্নত চিপ বাজারে আনে ম্যাক কম্পিউটারের সাহায্যে। পরবর্তীতে অ্যাপেল পাওয়ার পিসি নামে একটি জনপ্রিয় তাদের মেশিনে ব্যবহৃত হয়।
সিপিইউ হচ্ছে কম্পিউটারের প্রাণ। এই সিপিইউ মূলত কম্পিউটারকে পরিচালনা করে। সফটওয়্যার থেকে যে রকম নির্দেশ পায় সিপিইউ সে রকম কাজ সম্পাদন করে থাকে।
সিপিইউ এর রয়েছে দুটি অংশ। যথা:
১। কন্ট্রোল ইউনিট
২। এরিথমেটিক বা লজিক ইউনিট
সিপিইউ এর সব কাজের সমন্বয় করে কন্ট্রোল ইউনিট। কম্পিউটারের অন্য সব যন্ত্রাংশকে কোন সময় কী করতে হবে তা বলে দেয়। মূল মেমরি এবং লজিক ইউনিটের মধ্যে কীভাবে বৈদ্যুতিক সংকেত বিনিময় হবে তা ঠিক করে দেয়।
লজিক ইউনিটের কাজ হলো অংক কষে যুক্তিযুক্ত কাজগুলো সম্পাদন করে দেওয়া। যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ বিভিন্ন কাজ এরিথমেটিক/লজিক ইউনিট করে থাকে। আর কাজগুলো যৌক্তিক কিনা, দুটি ডাটা নিয়ে একটি আরেকটির সমান কিনা, ছোট অথবা বড় কিনা, সেসব পরীক্ষা করে সেগুলোর পরিমাপ ও তুলনা করে থাকে এ ইউনিট।
কন্ট্রোল ইউনিট এবং এরিথমেটিক/লজিক ইউনিটে থাকে রেজিষ্টার। র্যাম থেকে ডাটা রেস্টিারে রাখা হয় যেসখানে কাজ শেষ হওয়ার পর আবার র্যামে নিয়ে রাখা হয়।
সিপিইউ যেভাবে কাজ করে তা হলো:
১। প্রথমে বাইরের মেমোরি থেকে ডাটা এবং নির্দেশনা সংগ্রহ করে।
২। নিজস্ব মেমোরি সার্কিটের ডাটা এবং বাইরের ডাটা ও নির্দেশ দিয়ে গাণিতিক ও যৌক্তিক কাজগুলো করে।
৩। এবার সেগুলো রেখে দেয় আসল মেমরিতে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions