কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট
CPU হলো কম্পিউটারের প্রধান অংশ। এর পূর্ণরূপ হলো Center Processing Unit, কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে সিপিইউ বা কেন্দ্রীয় প্রকিয়াকরণ অংশ।
এজন্য সিপিইউ কে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয়। বর্তমানে সিপিইউ বলতে মাইক্রোপ্রসেসরকেও বুঝানো হয়।
সিপিইউ এর অভ্যন্তরীণ গঠনকে তিনটি ভাগে ভাগ করা যায়। যথা:
১) গাণিতিক ও যুক্তি ইউনিট (Arithmetic & Logic Unit) :
এই অংশে বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক কার্যাবলী সম্পাদিত হয়। ইনপুট হিসেবে প্রাপ্ত তথ্যকে যোগ, বিয়োগ, গুণ, ভাগ করার কাজ এই অংশে হয়।
-গাণিতিক ও যুক্তি অংশকে সিপিইউ এর মস্তিষ্ক বলা হয়। (Arithmetic logic unit (alu) is called the brain of CPU)
২) নিয়ন্ত্রণ ইউনিট (Control unit):
এই অংশ সিপিইউ এর অভ্যন্তরে এবং বাহিরের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ন্ত্রণ ও এদের মধ্যে সমন্বয় সাধন করে।
৩) রেজিস্টার সেট (Register Set):
গাণিতিক হিসাব নিকাশের সময় ডেটাকে সাময়িকভাবে জমা রাখা হয় রেজিষ্টারসমূহে।
প্রশ্ন ও উত্তর:
১। CPU এর পূর্ণ অর্থ কি?
উত্তর: Central Processing Unit
২। কম্পিউটারের সিপিইউ কোনটিকে বলা হয়?
উত্তর: প্রসেসর
৩। কোনটি কম্পিউটারের মস্তিষ্ক?
উত্তর: মাইক্রো প্রসেসর
৪। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে?
উত্তর: সেন্ট্রাল প্রসেসিং ইউনিট
৫। কম্পিউটারের কেন্দ্রিয় প্রক্রিয়াকরণ অংশ কি নিয়ে গঠিত?
উত্তর: অভ্যন্তরীণ স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions