কম্পিউটার মাউস কি
মাউস একটি বহুল ব্যবহৃত ইনপুট ডিভাইস। এটি সাধারণত পয়েন্টিংয়ের কাজ করে। অর্থাৎ এটি একটি পয়েন্টিং ডিভাইস। এছাড়াও ক্লিক, ডাবল ক্লিক, মেনু, ড্রাগ এবং ড্রপ, স্ক্রল প্রভৃতি কাজের জন্য মাউস ব্যবহৃত হয়।
মাউস একটি প্রাণীর নাম। মাউস শব্দের অর্থ ইদুর। এটি দেখতে আসলে অনেকটা ইদুরের মতো। তাই হয়তো এর নাম রাখা হয়েছে মাউস। একটি তারের সাহায্যে সিস্টেমের সঙ্গে যুক্ত থাকে মাউস। তবে তার বাদেও কটলেস মাউস পাওয়ার যায়। একটি প্যাড বা সমতল জায়গায় মাউস রাখা হয়। প্রতিটি মাউসের দুই বা তিনটি বাটন থাকে। আর থাকে একটি ট্র্যাকিং বল। তবে আজকাল অপটিক্যাল মাউসে আর ট্র্যাকিং বল থাকে না। মাউসের বাম পাশের অংশকে বলে বাম বাটন। আর ডানপাশের অংশকে বলে ডান বাটন। আর মাঝখানের চাকাকে বলে হুইল। বাম বাটনই মূলত খুববেশি ব্যবহার করা হয়। সাধারণত ক্লিক বলতে আমরা বাম বাটন চাপ দেয়াকে বুঝি। আর ডানবাটন চাপ দিলে বা ক্লিক করলে মেনু বের হয়। এছাড়া মাউসের চাকা ঘোরানোকে বলে স্ক্রল করা এর মাধ্যমে কোন পেজের উপরে বা নিচে যাওয়া যায়।
মনিটরে মাউসের একটি চিহ্ন মুভ করে, এটিকে বলে পয়েন্টার। মাউস মুভ করানোর সঙ্গে সঙ্গে মনিটরে পয়েন্টারও নড়াচড়া করে। সাধারণত পয়েন্টার দেখতে তীরের মতো। তবে কার্যক্ষেত্রে বিভিন্ন রূপ ধারণ করে। কখনো মুষ্টিবদ্ধ হাত, কখনো তর্জনি, কখনো লেখার জন্য লম্বা দাগ বা কার্সর চিহ্ন ধারণ করে।
মাউসের বাটন চেপে ধরে রেখে কম্পিউটার ব্যবহারকারী কোনো অবজেক্টকে বা লেখাকে প্রয়োজন মতো সিলেক্ট বা মার্ক করতে করতে পারে। সিলেক্ট করা অংশকে বাটন চেপে ধরে টেনে নেওয়াকে বলে ড্রাগ। আর সিলেক্ট করা অংশকে কোনো জায়গায় নিয়ে মাউসের বাটন ছেড়ে দেয়াকে বলে ড্রপ করা। এমন অনেক কাজ আছে যা কীবোর্ডের সাহায্যে সম্পন্ন করতে অনেক সমস্যা হয়। তাই এগুলো মাউসের সাহায্যে সম্পাদন করা হয়ে থাকে।
প্রশ্ন ও উত্তর:
১। পয়েন্টিং ডিভাইস কোনটি?
উত্তর: মাউস
২। The wheel of mouse can make it easier to do what?
উত্তর: Scroll through documents
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions