Home » » কম্পিউটারের তৃতীয় প্রজন্ম কি?

কম্পিউটারের তৃতীয় প্রজন্ম কি?

 কম্পিউটারের তৃতীয় প্রজন্ম:

তৃতীয় প্রজন্মের মেয়াদ হলো ১৯৬৪ থেকে ১৯৭০ খ্রিস্টাব্দ পর্যন্ত। ৩৬০/ মেইনফ্রেম  সিস্টেম আই.বি.এম কোম্পানীর প্রবর্তনের সঙ্গে এ প্রজন্মের বেশি উন্নতি সাধন হয়। 


কম্পিউটারের তৃতীয় প্রজন্ম উন্নত রূপ হলো:

১। আইসি’র ব্যবহার।

২। ডাটা ধারনের জন্য ম্যাগনেটিক ডিস্কের ব্যবহার শুরু।

৩। মাল্টি প্রোগ্রামিং বা একসঙ্গে কয়েকটি প্রোগ্রামিং করার সুযোগ।

৪। ১৯৭০ এ মিনি কম্পিউটার চালু।

৫। হার্ডওয়্যার ও সফটওয়্যার আলাদা আলাদাভাবে বিক্রি করার সিদ্ধান্ত হয়। ফলে সফটওয়্যার শিল্পের বিকাশ ঘটে ব্যাপক হারে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*