Home » » সোস্যাল নেটওয়ার্কিং কি?

সোস্যাল নেটওয়ার্কিং কি?

সোস্যাল নেটওয়ার্কিং (Social Networking)

ইন্টারনেটভিত্তিক বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে পরিচিত/অপরিচিত বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ স্থাপন ও তাদের সাথে ভার্চুয়ালি সম্পৃক্ত থাকার পদ্ধতিই হলো সোস্যাল নেটওয়ার্কিং।

বিভিন্ন প্রকার সোস্যাল নেটওয়ার্ক এর মধ্যে রয়েছে: ফেসবুক, টুইটার, ইউটিউব, ইন্সটাগ্রাম, লিংকডইন, পিন্টারেস্ট, রেডিট, কোরা ইত্যাদি।


ফেসবুক:

দূরে থাকা বন্ধু-বান্ধব, পরিবার পরিজন কিংবা অন্য কারো সাথে যোগাযোগের সহজ মাধ্যম হলো ফেসবুক। এর জনক মার্ক জাকারবার্গ। তিনি ২০০৪ সালে ৪ ফেব্রুয়ারি ফেসবুক প্রতিষ্ঠা করেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ম্যানলো পার্কে ফেসবুকের সদর দপ্তর অবস্থিত।


টুইটার:

টুইটারও একপ্রকার সামাজিক নেটওয়ার্ক। এটি ২০০৬ থেকে চালু হয়। এর প্রতিষ্ঠাতা জ্যাক-ডর্সি। টুইটারকে ইন্টারনেটের এসএমএস বলে অভিহিত করা হয়।

 

 ইন্সটাগ্রাম:

ইন্সটাগ্রাম হলো মোবাইল ব্যবহার করে অনলাইনে ছবি, ভিডিও ইত্যাদি শেয়ার করার একটি সাামাজিক যোগাযোগ মাধ্যম। এটি ২০১০ সালে চালু হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*