কম্পিউটারের দ্বিতীয় প্রজন্ম :
কম্পিউটারের দ্বিতীয় প্রজন্মের মেয়াদ ধরা হয় ১৯৫৯ খ্রিস্টাব্দ থেকে ১৯৬৩ খ্রিস্টাব্দ পর্যন্ত।
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্টগুলো হলো:
১। ভ্যাকুয়াম টিউরেব পরিবর্তে ট্রান্সিস্টরের ব্যবহার।
২। মেমোরি হিসেবে তৈরি হয় ম্যাগনেটিক কোর।
৩। তথ্য ধারনের জন্য ব্যবহৃত হয় অপসারণযোগ্য ডিস্ক।
৪। কম্পিউটারের আকার ছোট করা হয়। গতি বেড়েছে এবং দাম অনেক কমেছে।
৫। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার ব্যবহার অনেক বৃদ্ধি পায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions