কম্পিউটার মাদারবোর্ড (Computer Motherboard)
যে বোর্ডের সাথে কম্পিউটার সিস্টেমের সকল উপাদান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত থাকে, তাকে মাদারবোর্ড বলে।
মাদারবোর্ড মূলত কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ড। মাদারবোর্ডের মাধ্যমে প্রসেসরের সাথে কম্পিউটারের সমস্ত উপাদান যেমন: ইনপুট ও আউটপুট, মেমোরি, পাওয়ার সাপ্লাই, হার্ডডিস্ক ড্রাইভ, সিপিইউ, সাউন্ড কার্ড, স্টোরেজ ডিভাইস প্রভৃতি যুক্ত থাকে।
প্রশ্ন ও উত্তর:
১। কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে কি বলা হয়?
উত্তর: মাদারবোর্ড
২। কেথায় র্যাম থাকে?
উত্তর: মাদারবোর্ডে

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions