সিস্টেম ইউনিট (System Unit)
ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত নির্দেশ ও ডেটা যে সব যন্ত্রাংশের মাধ্যমে প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করা হয় তাকে সিস্টেম ইউনিট বা প্রসেসিং বলে। সিস্টেম ইউনিটের অন্তর্ভূক্ত ডিভাইসগুলো হলো:
*সিপিইউ বা মাইক্রোপ্রসেসর
* মাদারবোর্ড
* কুলিং ফ্যান
* র্যাম ও রম
* পাওয়ার সাপ্লাই
* বিভিন্ন ধরনের স্টোরেজ ডিভাইস। যেমন: হার্ডডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক, ডিস্ক ড্রাইভ ইত্যাদি।
* বিভিন্ন ধরনের কার্ড। যেমন: এজিপি কার্ড বা ভিজিএ কার্ড, সাউন্ড কার্ড, ভিডিও কার্ড ইত্যাদি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions