Home » » কম্পিউটার সফটওয়্যার কি?

কম্পিউটার সফটওয়্যার কি?

কম্পিউটার সফটওয়্যার বলতে কি বুঝায়

কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। তাই কোনো কাজ সম্পাদনের পূর্বে এটি প্রয়োজনীয় নির্দেশ গ্রহণ করে থাকে। কম্পিউটারের বোধগম্য ভাষায় লিখিত এ ধরনের নির্দেশকে প্রোগ্রাম বলে। অর্থাৎ প্রোগ্রাম হলো কাজ সম্পন্ন করার পর্যায়ক্রমিক নির্দেশের তালিকা। আর সফটওয়্যার হলো কতকগুলো নিদের্শকৃত প্রোগ্রামের সমষ্টি যা কোনো কাজ সম্পন্ন করার জন্য হার্ডওয়্যারকে সক্রিয় বা কর্মক্ষম করে। এটি কম্পিউটার ব্যবহারকারী এবং হার্ডওয়্যারের মধ্যে সংযোগ ক্ষেত্রে হিসাবে কাজ করে। কম্পিউটার থেকে ফলপ্রসূ কোনো আউটপুট পেতে হলে হার্ডওয়্যার ও সফটওয়্যারের উভয়েই পারস্পরিক সহযোগিতা প্রয়োজন।


কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি :

কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান হলো মাইক্রোসফট কর্পোরেশন।


0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *