মিনি কম্পিউটার কাকে বলে
ছোট কম্পিউটার (Mini Computer)
মেইনফ্রেম কম্পিউটারের তুলনায় ছোট এবং কম ক্ষমতা সম্পন্ন কম্পিউটারকে বলা হয় মিনি কম্পিউটার। মিনি কম্পিউটারকে একটি বড় টেবিলের উপর বসানো যায়। মিনি কম্পিউটারে টার্মিনাল যোগ করে অর্ধ শতাধিক ব্যবহারকারী একসংগে কাজ করতে পারে। মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে মিনি কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অপেক্ষাকৃত কম। মেইনফ্রেম কম্পিউটার ও মিনি কম্পিউটারের মধ্যে কাজের ধরণ ও প্রক্রিয়াগত দিক থেকে কোনো পার্থক্য নেই বললেই চলে। মিনি কম্পিউটারের উদাহরণ: IBM S/34, IBM S/36, PDP 11, NCR S/9290, NOVA 3, ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions