Home » » গ্রাফিক্স কার্ড কি?

গ্রাফিক্স কার্ড কি?

 গ্রাফিক্স কার্ড (Graphics Card)

ভিডিও সংকেত প্রক্রিয়া করার জন্য কম্পিউটাররের পিসিতে গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়। এটি পিসিতে একটি বাড়তি সংযোজন। গ্রাফিক্স কার্ডকে ডিসপ্লে এডাপটার বা ভিডিও কন্ট্রোলার বলা। গ্রাফিক্স কার্ড পিসিআই এবং এজিপি স্লটে ব্যবহৃত হয়। 


মনিটরে কী পরিমাণ রং প্রদর্শন করবে তার উপর নির্ভর করে গ্রাফিক্স বোর্ডের ক্ষমতা। গ্রাফিক্স বোর্ডের রংয়ের পরিমাণ বিট দিয়ে পরিমাফ করা হয়। বিটের পরিমাফ বেশি হলে রং দেখানোর ক্ষমতাও বেশি হয়। মেযন: ৮ বিটের বোর্ড ২৫৬টি রঙ দেখাতে পারে। ২৪ বিটের বোর্ড ১কোটি ৬৭ লক্ষ রঙ প্রদর্শন করতে সক্ষম। এটি একটি অবাক করার মতো কথা।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *