রম চিপ (ROM Chip)
কম্পিউটারে রম এক ধরনের আভ্যন্তরীণ মেমোরি। রম-এর পুরো অর্থ রিড অনলি মেমোরি। রম চিপ কয়েক ধরনের হয়ে থাকে। যেমন: প্রম, এপরম, ইএপরম।
প্রম বা প্রোগ্রামেবল রিড অনলি মেমোরিতে একবার লেখা হলে আর বদলানো যায় না।
এপরম বা ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরিতে লেখার পর ডাটা বিশেষ ধরনের যন্ত্র দিয়ে মুছা যায় এবং আবার লেখা যায়। আর এ লেখার কাজে অতি বেগুনি রশ্মি ব্যবহার করা হয়।
ইএপরম বা ইলেকটিক্যালি ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি’তে বৈদ্যুতিক উপায়ে বিশেষ ধরনের বৈদ্যুতিক সংকেত ব্যবহার করে ডাটা ও প্রোগাম লেখা যায়। এই রমকে ফ্ল্যাশ রমও বলা হয়ে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions