কম্পিউটার বাস (BUS)
কম্পিউটারে বাস মূলত একটি বৈদ্যুতিক সংযোগ। সিপিইউ এর ভেতরে, মেইন মেমোরি ও অন্যান্য যন্ত্রাংশের মধ্যে বাসের সাহায্যে ডাটা স্থানান্তরিত হয়। অনেকগুলো তারের সাহায্যে বাস তৈরি হয়। তাই সচরাচর তারের সংযোগগুলোকেই বাস বলা হয়ে থাকে।
বাস দিয়ে একাধিক বিট ডাটা পাঠানো যায়। ১৬ বিটের বাসে ১৬টি সমান্তরাল তার থাকে। এর ফলে একটা ডিভাইস বা যন্ত্র থেকে অন্য কোনো ডিভাইস একযোগে ১৬ বিট বা ২ বাইট তথ্য পাঠানো সম্ভব। বাসের মাপ সাধারণত ৮, ৩২, ৬৪, ১২৮ ইত্যাদি বিট হয়ে থাকে। বাস যত বড় হবে ততো বেশি ডাটা স্থানান্তর সম্ভব হবে। ফলে কাজের গতিও বাড়তে অনেক বেশি।
কম্পিউটারে ব্যবহারের জন্য বাসের গঠন কয়েক ধরনের হয়ে থাকে। বিভিন্ন সময়ে পিসির যেমন উন্নতি সাধিত হয়েছে তেমনি এর সঙ্গে সঙ্গে বাসের মান এবং গঠনও পরিবর্তিত হচ্ছে। প্রথম যখন বাজারে আইবিএম কম্পিউটার এলো তখন তাতে মাত্র ৮ ও ১৬ বিটের আইএসএ বাস ব্যবহৃত হতো। এই প্রকারের বাসের গতি ছিল মাত্র ৮ মেগাহার্জ, যা দিয়ে প্রতি সেকেন্ডে মাত্র সর্বোচ্চ ৮ মেগাবাইট ডাটা স্থানান্তর করা যেত। কিন্তু পরবর্তীতে ব্যবহৃত হয়েছে মাইক্রোচ্যানেল আর্কিটেকচার। এছাড়া আলাদাভাবে লোকাল বাস যেমন ভেসা ব্যবহার করা হতো। বর্তমানে কম্পিউটারে ৬৪ বিটের পিসিআই বাস সহ আরও অনেক উন্নত মানের বেশি বিটের বাস ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions