মাদারবোর্ড কি
মাদারবোর্ড হচ্ছে কম্পিউটারের প্রধান সার্কিটবোর্ড। সিপিইউ বা মাইক্রোপ্রসেসর, র্যাম, এক্সপানশন স্লট ও বিভিন্ন পোর্ট থাকে এ বোর্ডে। মাদারবোর্ডের অপর নাম সিস্টেম বোর্ড। এটি কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ অংশ। মাদারবোর্ডের ভিতরে একটি চিপ থাকে যার নাম চিপসেট। এর মাধ্যমে মেমোরি ইনপুট, আউটপুট, বাস ইনপুট আউপুট, ডিএমএ, আইআরকিউ ইত্যাদি নিয়ন্ত্রণ করে। প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীকে খুব ভাল মানের, ব্রান্ড কোম্পানীর লেটেস্ট মাদারবোর্ড ক্রয় করা।
মা তার সমত্মানদের আগলে রাখার মতই মাদারবোর্ড কম্পিউটারের সকল অংশকে আগলে রাখে। এটা দেখতে বেশ বড় একটা সার্কিট বোর্ড। বিভিন্ন ছোট ছোট কম্পোনেন্টগুলো এর মধ্যে বসানো থাকে। বোর্ডে প্রসেসর বসানোর জন্য একটা সকেট থাকে। এছাড়াও বিভিন্ন রকমের সস্নট থাকে। কম্পিউটারের যতরকম ডিভাইস আছে তা এই মাদারবোর্ডের সাথেই যুক্ত থাকে। আর কম্পিউটারের অন্যান্য ডিভাইসগুলি কেমন কাজ করবে তা মাদারবোর্ডের উপরই নির্ভর করে। মাদারবোর্ড কেনার সময় দেখে নেয়া ভালো এটি কোন কোন প্রসেসর সাপোর্ট করে, এর বিল্ট ইন এজিপি RAM কতো, এর বাস স্পীড কতো, এর আইডিই পোর্ট আর সাটা পোর্ট কয়টি ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions