গ্রাফিক্স ডিজাইন কি
আপনি একটু আপনার চারপাশে খেয়াল করলেই দেখবেন সব কিছুতেই কোন না কোন ডিজাইন রয়েছে। পৃথিবীর ভিতরে হোক বা পৃথিবীর বাইরে হোক, সব কিছুতেই কোন না কোন ডিজাইন রয়েছে, যাহা প্রাকৃতিকভাবে হোক অথবা কৃত্রিমভাবে হোক, এটা সত্যি।
এখন যদি গ্রাফিক্স ডিজাইন কি এর সংঙ্গা দিতে চাই তাহলে বলা যায়- গ্রাফিক্স ডিজাইন হলো ‘‘একটি সৃষ্টিশীল (Creative) প্রসেস বা পদ্ধতি যা শিল্প (Art) এবং প্রযুক্তির (Technology) সমন্বয়ে নিজস্ব আইডিয়াগুলো প্রকাশ করে’’।
বিখ্যাত ডিজাইনার Neville Brody এর মতে, ‘‘ডিজাইন প্রয়োজনসূমহ, তথ্য এবং কালারের এমন একটি সংশ্লেষণ যা এর অংশসমূহের সমষ্টির থেকেও বেশি কিছু তৈরি করে’’।
সহজ কথায় বললে গ্রাফিক্স ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে যে কোন তথ্য বা ছবি শৈল্পিক উপায়ে উপস্থাপন করা হয়।
গ্রাফিক্ষ ডিজাইন হলো বিশেষ এক ধরনের শিল্পকলা বা নৈপুণ্য, যার মধ্যে পরিকল্পিত বিন্যাস, প্রতীক, চিত্র, রং ও অক্ষর বা শব্দ ইত্যাদির দক্ষ প্রয়োগের মাধ্যমে একটি সুসজ্জিত শিল্পকর্ম সৃষ্টি করে কোনও ধারণা বা বার্তাকে দৃষ্টিগ্রাহ্য রূপ দান করা, যার মূল লক্ষ্য নকশাটিকে যান্ত্রিকভাবে পুনরুৎপাদনের মাধ্যমে বহুসংখ্যক দর্শকের কাছে সেই ধারণা বা বার্তাটিকে উপস্থাপন করা।
প্রযুক্তি নির্ভর গ্রাফিক্স ডিজাইন নকশা, শিল্পকর্ম আর্ট তৈরির জন্য বহু সফটওয়্যার রয়েছে। তবে বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত ও জনপ্রিয় সফটওয়্যার হলো এডোব ফটোশপ ও এডোব ইলাষ্ট্রাটর।
এডোব ফটোশপ হচ্ছে একটি ফটোে/ইমেজ এডিটিং সফটওয়্যার। নিজের মতো করে একটি ইমেজ / ফটো এডিট পূর্বক গ্রাফিক্স ডিজাইন করার জন্য ফটোশপ সফটওয়্যারের বিকল্প নেই। মাল্টিমিডিয়া, গ্রাফিক্স ডিজাইন বা গ্রাফিক্স সফটওয়্যার নির্মাতা হিসেবে এডোব বর্তমান বিশ্বে শীর্ষস্থান দখল করে রেখেছে।
এডোব ফটোশপ এর বিভিন্ন শক্তিশালী ফিচার ব্যবহার করে ইমেজকে এডিটিং ও বিভিন্ন রং ব্যবহার করে আকর্ষণীয় সব ইফেক্ট দিয়ে কাঙ্খিতরূপে উপস্থাপন করা যায়। এটি প্রকাশনা, ওয়েবপেজ, মাল্টিমিডিয়া এবং অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য একটি অনন্য গ্রাফিক্স প্রোগ্রাম। এক কথায় বলা যায়, ফটো/ইমেজ এডিটিং সংক্রান্ত প্রায় সকল কাজই এডোব ফটোশপ এর মাধ্যমে করা যায়।
গ্রাফিক্স ডিজাইনের তুমুল জনপ্রিয় ও প্রিন্টিং পাবলিকেশন্স সেক্টরে সবচেয়ে বেশি ব্যবহৃত সফটওয়্যার হলো এডোব ইলাষ্ট্রাটর। ইলাষ্ট্রাটর একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন করা যায়। মূলত ইলাষ্ট্রাটর হচ্ছে ভেক্টর ড্রয়িং প্রোগ্রাম বা জ্যামিতিক প্রিমিটিভ ওরিয়েন্টেড গ্রাফিক্স। অর্থাৎ বিন্দু, রেখা, বক্ররেখা, বহুভুজ ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্স এর ছবি উপস্থাপনের পদ্ধতি হলো ইলাষ্ট্রাটর সফটওয়্যার। এটিও মার্কিন যুক্তরাষ্ট্রের এডোব কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম।
ইলাষ্ট্রাটর এর মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো, কার্ড, বিজ্ঞাপণ, চিত্র, কার্টুন, তথ্যচিত্র ইত্যাদি ডিজাইন করা যায়। ইলাষ্ট্রাটরের মাধ্যমে ডেস্কটপ পাবলিশিং অর্থাৎ লেখা এবং ছবিকে সমন্বয় সাধন করে ডিজাইন করা হয়। সহজ করে বলা যায়, ডিটিপি অর্থাৎ ডিজাইন ফর টেক্সট এন্ড পিকচার এর কাজে বহুল ব্যবহার করা হয় এ সফটওয়্যারটি।
যেসব কাজে ইলাষ্ট্রাটর বেশি ব্যবহৃত হয়:
-পত্র পত্রিকা এবং যে কোন ধরনের বইয়ের প্রচ্ছদ / কভার মনের মতো ডিজাইন করার জন্য।
-লেখা এবং ছবি কে সমন্বয় সাধন করে ডিজাইনে উপযোগী করে সাজানো যায়।
-বিজ্ঞাপন, পোষ্টার, লিফলেট ইত্যাদি সুন্দর করে ডিজাইন করা যায়।
-ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড, বিভিন্ন প্রকার আইডি কার্ড খুব সুন্দর করে ডিজাইন করা যায়।
-মাল্টিমিডিয়া, ওয়েবপেজ, অনলাইন গ্রাফিক্স এর কাজ করা যায়।
-সর্বোপরি প্রকাশনা শিল্পের বিভিন্ন কাজ এডোব ইলাষ্ট্রাটর দিয়ে খুব সহজে করা যায়।
বর্তমানে অনলাইন গ্রাফিক্স এ বহু সাইটে, ফটোশপ ও ইলাষ্ট্রাটর সফটওয়্যারের মাধ্যমে প্রয়োজনীয় গ্রাফিক্স তৈরি করে আপলোড বা সাবমিট করার মাধ্যমে অর্থ উপাজন করা যায়।
সুতরাং মনোমুগ্ধকর ও পরিকল্পিত সুন্দর নকশা, আর্ট বা শিল্পকর্ম তৈরির মাধ্যমে দর্শককে বিষেশ বার্তা প্রদান করাই হলো গ্রাফিক্স ডিজাইন আর এর জন্য উপযুক্ত প্রযুক্তিগত মাধ্যম হলো এডোব ফটোশপ ও এডোব ইলাষ্ট্রাটর গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions