ইমপ্যাক্ট প্রিন্টার (Impact Printer)
যে সমস্ত প্রিন্টারে প্রিন্টিং ম্যাচিং (যেমন: প্রিন্ট হেড) এবং প্রিন্টিং মিডিয়া (যেমন: পেপার বা ফিল্ম) এর মধ্যে সরাসরি সংযোগ থাকে, তাকে ইমপ্যাক্ট প্রিন্টার বলে। এ ধরনের প্রিন্টারে কালির জন্যে রিবন বা ফিতা ব্যবহৃত হয়।
ইমপ্যাক্ট প্রিন্টারের উদাহরন:
ডট ম্যাট্রিক্স প্রিন্টার, ডেইজি হুইল প্রিন্টার, লাইন প্রিন্টার ইত্যাদি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions