ইমপ্রেস (Impress)
সাধারণত ইমপ্রেস বলতে কোন অফিস ডকুমেন্ট মুদ্রণ করাকে বুঝায়।
এছাড়া ওপেন অফিস অর্গ অর্থাৎ অফিস প্রোডাক্টিভিটি সুট্যের (বিনামূল্যের) অন্তর্ভুক্ত একটি কম্পোনেন্ট বা টুল, যেটি মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট প্রোগ্রামটির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।
এর মাধ্যমে বিভিন্ন ধরনের এলিমেন্ট যেমন: টেক্সট, বুলেটেড ও নাম্বারড লিস্ট, টেবিল, চার্ট, ক্লিপ আর্ট এবং বিস্তৃত সীমার গ্রাফিক্স অবজেক্টসমূহ দিয়ে স্লাইড ও মাল্টিমিডিয়া প্রেজেন্টেশ তৈরি করা যায়। এতে সাউন্ড, ভিডিও ক্লিপ ও ফ্ল্যাশ অ্যানিমেশনও যুক্ত করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions