Home » » কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি

কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি

rom

কম্পিউটারের স্থায়ী মেমোরি কোনটি

উত্তর: রম (ROM - Read Only Memory)

 

কম্পিউটার মেমোরি

 মানুষের মতো কম্পিউটারেরও নিজস্ব স্মৃতি কোষ থাকে এবং তাকে সাহায্য করার জন্য সাহায্যকারী স্মৃতিকোষ আছে যা কম্পিউটারকে বিভিন্ন সম্পাদনে সাহায্য করে থাকে। কম্পিউটারের এই স্মৃতিকোষ মানুষের তৈরি এবং এটা বিদ্যুতের সাহায্যে চলে। 

 

 কম্পিউটারের মেমোরি কত প্রকার

কম্পিউটারের এই স্মৃতিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা:

১।  মূল মেমোরি / Main Memory

২। সাহায্যকারী মেমোরি / Secondary Memory


কম্পিউটারের মূল মেমোরি আবার দুই প্রকার। যথা:

১। রম (ROM - Read Only Memory)

২। র‌্যাম (RAM - Random Access Memory)


ভৌত বৈশিষ্ট্য অনুযায়ী মেমোরি আবার কয়েক প্রকারের। যেমন:

ক) পরিবর্তনযোগ্য মেমোরি

খ) অপরিবর্তনযোগ্য মেমোরি

গ) উদ্বায়ী মেমোরি

ঘ) অনুদ্বায়ী মেমোরি

ঙ) ধ্বংসাত্মক মেমোরি

চ) অধ্বংসাত্মক মেমোরি

 

অ্যাকসেস প্রকৃতি বা সংযোগ প্রকৃতির উপর ভিত্তি করে মেমোরির আবার আরো কয়েক প্রকারের। যথা:

ক) সিকুয়েন্সিয়াল মেমোরি

খ) র‌্যান্ডম অ্যাকসেস মেমোরি

গ) ডাইরেক্ট অ্যাকসেস মেমোরি

ঘ) সাইক্লিক  অ্যাকসেস মেমোরি


মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের উপর ভিত্তি করে মেমোরির শ্রেণিবিভাগ আবার কয়েক প্রকারের।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *