নখ হচ্ছে গাছের কান্ড বা মূলের অগ্রভাগের মতো, কেবলই বেড়ে চলে। কারণ নখের ভিত্তি রচনা এমন কতকগুলি কোষ যারা সবসময় বিভাজিত হয় এবং কেরাটিন উৎপন্ন করে, যা নখের অন্যতম উপাদান। অপরদিকে ফুলের কুঁড়ির ফুলে রূপান্তরের মতো দাঁতের বৃদ্ধি হয়। দাঁতের বৃদ্ধি নিয়ন্ত্রিত এবং তা জন্মের আগে থেকেই পূর্ব নির্ধারিত।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions