ঘুমন্ত অবস্থায় কথা বলাটা এক ধরনের ঘুমের ত্রুটি, যাকে বলে প্যারাসমনিয়া। আধো ঘুম, আধো জাগরণে এই ব্যাপারটা ঘটে। সাধারণত যে বা যারা ঘুমন্ত অবস্থায় বকবক করে বা করেন, পরদিন সকালে আর তা মনে থাকে না। উদ্ভট কথা, অর্থহীন কথা অনেক সময় বকতে দেখা যায়।
অনেকে ঘুমের মধ্যে বিছানা থেকে নেমে হাঁটাহাটি করে। এটাকে কিন্তু কোনও মানসিক সমস্যা বলে ভাবা ঠিক নয়। বাচ্চাদেরই দেখা যায় এই ধরনের বকবক বেশি করতে। আস্তে আস্তে এটা দূরীভূত হয়। তেমন কোনও চিকিৎসার দরকার হয় না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions