এইচটিএমএল কাকে বলে
হাইপারটেক্স মার্কআপ ল্যাংগুয়েজ নামে একটি বিশেষ ধরনের টেক্সটভিত্তিক প্রোগ্রাম ভাষা হলো এইচটিএমএল, যা ব্যবহার করে সহজেই ওয়েবপেজ তৈরি করা যায়। ১৯৮০ সালের দিকে টিম বার্নাস লী এই ভাষার প্রাথমিক রূপ প্রদান করেন। প্রাথমিক পর্যায়ে এর মাধমে কেবকল একটি ডকুমেন্ট পেজের সাথে অন্য একটি ডকুমেন্ট পেজের সংযোগ স্থাপন করা হতো। পরবর্তী সময়ে ইন্টারনেটের জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এইচটিএমএল এর ব্যাপক উন্নতি হতে থাকে। এইচটিএমএল ব্যবহার করে সহজেই সুন্দর ডুকমেন্ট পেজ তৈরি করা যায়।
এইচটিএমএল (HTML) হচ্ছে ওয়েব প্রেজেন্টেশনের ক্ষেত্রে ওয়েব ডকুমেন্ট লেখার একটি Computer Language যা SGML এর সাবসেট।
HTML এর পূর্ননাম হচ্ছে Hypertext Markup Language। এটি মূলত Web page তৈরির জন্য ব্যবহৃত প্রোগ্রামিং ল্যাংঙ্গুয়েজ। HTML কার্যকরভাবে প্লাটফর্ম স্বনির্ভর সমন্বয়। ওর্য়াল্ড ওয়াইড ওয়েব বা www ডকুমেন্টের বিভিন্ন ধরণের উপাদান বা উপকরণ তৈরি করা যায় এই সমন্বয় এর মাধ্যমে। এটি একটি বহুমূখী ল্যাংগুয়েজ। HTML দ্বারা তৈরি ফাইলসমূহ সাধারণভাবে ওয়েব পেজ নামে পরিচিত।
প্রকৃত অর্থে HTML কোনো প্রোগ্রামিং ভাষা নয়। তবে প্রোগ্রামারগণ ওয়েবপেইজে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স বা অ্যানিমেশনকে সুন্দরভাবে সাজাতে বা ফরমেট করতে HTML ব্যবহার করে। HTML দিয়ে কেবলমাত্র স্ট্যাটিক ওয়েবপেজ তৈরি করা সম্ভব কিন্তু ডাইনামিক ওয়েব পেজ শুধুমাত্র এইচটিএমএল দিয়ে তৈরি করা সম্ভব নয়। এইচটিএমএল একসারি মার্কআপ ট্যাগ এবং প্লাটফরম স্বনির্ভর সমন্বয় এবং এই সমন্বয়ের মাধ্যমে ওর্য়াল্ড ওয়াইড ওয়েব ডকুমেন্টের বিভিন্ন ধরনের উপাদান ও উপকরণ ফরমেট করা বা সাজানো যায়।
১৯৯০ সালে জেনেভার CERN এ কাজ করার সময় টিম বার্নার্স-লী সর্বপ্রথম এইচটিএমএল আবিষ্কার করেন। ১৯৯৫ সালে এইচটিএমএল ২.০, ১৯৯৭ সালের জানুয়ারি মাসে এইচটিএমএল ৩.০ এবং একই সালের ডিসেম্বর মাসে এইচটিএমএল ৪ ভার্সন বাজারে আসে। তবে এইচটিএমএল এর সর্বশেষ ভার্সন হচ্ছে এইচটিএমএল৫।
এইচটিএমএল (HTML) এর সুবিধা:
- এটি একটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি।
- সর্বব্যাপি ব্যবহার করা হয়।
- অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে।
- ব্যবহার সহজ এবং সিনটেক্স সহজ তাই এইচটিএমএল শেখা সহজ।
- ইউন্ডোজের সাথে ডিফল্ট থাকে তাই আলাদাভাবে কিনতে হয় না।
- যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়।
- পেজের সাইজ কম হওয়াতে হোস্টিং স্পেস কম লাগে তাই এটি মূল্য সাশ্রয়ী।
এইচটিএমএল (HTML) এর অসুবিধা সমূহ:
- শুধুমাত্র স্ট্যাটিক ওয়েবপেজ ডেভেলপ করা যায় তাই ডাইনামিক ওয়েবপেজ করা যায় না।
- সাধারণ ওয়েবপেজ তৈরি করতেও অনেক কোড লিখতে হয়।
- নিরাপত্তা ব্যবস্থা ভালো নয়।
- ওয়েবপেজ তৈরির জন্য অনেক কোড লিখতে হয় তারপরেও জটিলতার সৃষ্টি হয়।
এইচটিএমএল শেখার প্রস্তুতি নিবেন যেভাবে:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions